টাকা ভর্তি ব্যাগ ছিনতায়, গ্রেফতার ২ দুষ্কৃতী - BBP NEWS

Breaking

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

টাকা ভর্তি ব্যাগ ছিনতায়, গ্রেফতার ২ দুষ্কৃতী

 





বিবিপি নিউজ: দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে ব্যবসায়ির টাকা ভর্তি ব্যাগ ছিনতায়ের ঘটনায় গ্রেফতার ২ দুষ্কৃতি। পুলিশি হেফাজত চেয়ে বুধবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃত ২ দুষ্কৃতির নাম আশীষ লাল ও সানি দূসাদ। ধৃতরা উত্তর 24 পরগনার হালিশহরের বাসিন্দা। 



চলতি বছরের আগস্ট মাসের ২৯ তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাংক থেকে মামরা বাজারের ব্যবসায়ী অশোক সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মী সূর্য লোহার ১ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে ব্যাগে ভরে স্কুটি করে যাচ্ছিলেন। তখনই বাইকে করে দুই দুষ্কৃতী সূর্য লোহারের ব্যাগ ছিনিয়ে নেয় সিটি সেন্টারেই। দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। 



মঙ্গলবার ওই দুই দুষ্কৃতি ফের বাইকে করে ছিনতাই এর উদ্দেশ্যে দুর্গাপুরে আসে। দুর্গাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভিরিঙ্গি থেকে তাদের গ্রেপ্তার করে।  বাজেয়াপ্ত করা হয় একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল। পুলিশ সূত্রে জানা গিয়েছে চারজন দুষ্কৃতি দুটি বাইকের নাম্বার পরিবর্তন করে ছিনতাই করতে এসেছিল। দুজনকে পাকড়াও করা সম্ভব হলেও আরো দুজন পলাতক বলেও জানা গিয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সাথে আরো কারা জড়িত আছে পুলিশের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।

Pages