বিবিপি নিউজ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঙালি অভিনেত্রী। মাত্র ১৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন। ফেসবুক পোষ্টে লিখেছিলেন, পরের জন্মে শালিক হওয়ার ইচ্ছা বাংলাদেশি অভিনেত্রী নিশাত আরা অলভিদার। তিনি নিজের ফেসবুকের পাতায় লেখেন, ‘‘পরের জন্মে শালিক হব।’’ এই লেখার চার দিনের মাথায় মৃত্যু হল অভিনেত্রীর।
চার দিন আগেই হঠাৎই জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রাথমিক চিকিৎসা হলেও পরে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আচমকা প্লেটলেট কমতে থাকে তাঁর। তবে তার এক দিনের মাথায় ফের বাড়ে প্লেটলেট। সুস্থ বোধ করায় এক দিন পরই বাড়ি ফিরে যান অভিনেত্রী।বুধবার বাড়ি ফিরে বেশ সুস্থ বোধ করেন। তার পর হঠাৎ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ মারা যান তিনি। তবে তাঁর মৃত্যু স্বাভাবিক মৃত্যু কি না তা জানা যায়নি। দুই বছর ধরে অভিনয়ে জগতে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। কয়েক মাস আগে থিয়েটারিয়ান নামের একটি নাট্যদলে কর্মশালা করেছিলেন।