রাহুল গান্ধীর সঙ্গে একান্ত বৈঠক অভিষেকের, ক্ষোভ কৌস্তভের, হাতছাড়া মুখপাত্র পদ - BBP NEWS

Breaking

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

রাহুল গান্ধীর সঙ্গে একান্ত বৈঠক অভিষেকের, ক্ষোভ কৌস্তভের, হাতছাড়া মুখপাত্র পদ

 



বিবিপি নিউজ: রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করেন রাহুল গান্ধী। আবার ইন্ডিয়া জোটের বৈঠকে সনিয়া-মমতা ঘনিষ্ঠতাও নজর কেড়েছে রাজনৈতিক সমালোচকদের। এর ফলেই ক্ষোভের মেঘ জমেছে  কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর। একের পর এক তোপ দেগেছেন। হাতছাড়া হয়েছে মুখপাত্র পদও।



 প্রদেশ কংগ্রেস নিয়ে কৌস্তভ তোপ দাগেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, 'দিনের পর দিন দলকে ক্ষতম করার ব্রত যারা নিয়েছে তাদের হাওয়া দিয়ে যাব। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তুলে দিয়ে বলুক এটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। তাহলে তো কোনও অসুবিধা নেই। মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে না। এই জায়গা নিয়ে বরাবর আওয়াজ তুলেছি তুলবো।'


Pages