বিবিপি নিউজ: ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসলীলায় পরিনত হল মরোক্কোয়। শুক্রবার মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতদের সংখ্যা রয়েছে শতাধিক। ৬ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটাই।
মরক্কোর আভ্যন্তরীণ মন্ত্রী জানান, এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শহরের বাইরে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে ধ্বংসাবশেষ যত সরানো হচ্ছে, ততই বেরিয়ে আসছে মৃতদেহ। ফলে উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।