![]() |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
বিবিপি নিউজ: পুজো দোরগোড়ায়। হাতে আর মাত্র এই একটা মাস তার পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই পুজোয় চমক দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রতি বছর পুজো উপহার হিসেবে গান আসে বাজারে। প্রতি বছরের মতো এবারেও মমতার লেখা ও সুর করা এবং গাওয়া ৮টি গান আসছে। যার মধ্যে ৬টি গানের রেকর্ড করা আগেই হয়ে গিয়েছে। বাকি দুটি গান খুব তাড়াতাড়ি রেকর্ড সম্পন্ন করবেন।
জানা যাচ্ছে, ৬টি গানের মধ্যে একটির নাম ‘শুভ জন্মদিন’। স্কটল্যান্ড সফরের সময় প্রাক্তন মুখ্যসচীব মলয় দে-র জন্মদিনে লিখে সুর দিয়েছিলেন মমতা। দল তৃণমূলের আশা, এবার থেকে ‘হ্যাপি বার্থ ডে’-র বদলে এই গানই বাজবে বাংলার ঘরে ঘরে। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে একান্ত আলাপচারিতার সময় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, একদিন চন্দননগর যাওয়ার সময় আচমকাই তাঁর কাছে মমতার ফোন আসে।
ভদ্রেশ্বরে থামিয়ে দেন নিজের কনভয়। সকলকে নামিয়ে দেন গাড়ি থেকে। এরপর গাড়িতে বসেই দিদির সুর দেওয়া ও লেখা সেই গান রেকর্ড করেন। তারপর তা পাঠিয়ে দেন স্টুডিয়োতে। সেখান থেকে ফাইনাল হয়ে এলে স্কটল্যান্ডে পাঠিয়ে দেন দিদির কাছে। আপাতত ঠিক আছে, মহালয়ার দিনই প্রকাশিত হবে মমতার গানগুলি।
শুধু গান নয়, মমতার কবিতা লেখা ও ছবি আঁকাতেও রয়েছে যথেষ্ট নামডাক। যদিও এই কারণে কম ট্রোল হতে হয় না বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে বাংলার দিদি বরাবরই সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের মর্জিতে চলতে পছন্দ করেন।