বিবিপি নিউজ: আর্থিক প্রতারণার মামলায় বসিরহাটের তৃনমূল সাংসদ তথা টলি অভিনেত্রী নুসরাত জাহানের নাম আগেই জড়িয়েছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে।
গতকাল মঙ্গলবার নুসরতকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দেয় ইডি। নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলেই খবর। এবার ইডির তলব প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সাংসদ।
বসিরহাটের তৃণমূল সাংসদের নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছিল ইডি-র কাছে। টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচার নামক এক কোম্পানির ডিরেক্টর থাকাকালীন ২৪ কোটি টাকা বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত বলে গড়িয়াহাট থানায় এইআইআর দায়ের হয়েছিল নুসরতের বিরুদ্ধে। এবার সেই কেসে নুসরত জাহানকে ডেকে পাঠাল ইডি।
মঙ্গলবার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় একটি অনুষ্ঠানের উপস্থিত হন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সেখানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সকাল থেকে কাজের চাপে মেইল চেক করা হয়নি। যদি তেমন কোনো নোটিশ আসে তবে অবশ্যই ইডিকে সহযোগিতা করব’।