বিবিপি নিউজ: জোরকদমে চলছে কলকাতা মেট্রো রেলের কাজ। আর কাজের জেরে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে দুমাস। কবি সুভাষ থেকে বিমানবন্দর অরেঞ্জ মেট্রো লাইনের বাইপাসের একটা মূল অংশের কাজ। নিচে প্রায় ৩০ ফুট চওড়া নিকাশি খাল। ওপরে বাইপাসের দুদিকের লেনেই কালভার্ট। দুটি কালভার্ট এর মাঝের অংশে প্রথমে দুদিকের লেনের মধ্যে বসানো হচ্ছে লোহার বিম। এর ওপর ঢালাই হবে। তার ওপর বসবে পিলার।
সেই পিলারের ওপর বসবে ৭৬ মিটার ইস্পাতের গার্ডার। সেই গার্ডার এর ওপর তৈরি হবে মেট্রো পথ। বেশ কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। সময় লাগবে ২ মাস। অর্থাৎ আজ থেকে ৬০ দিনের জন্য এই অংশে বাইপাসের উত্তরমুখী লেন সম্পূর্ন বন্ধ থাকবে। ই এম বাইপাসের নোনাডাঙ্গা ড্রেনেজ পাম্পিং স্টেশন লাগোয়া ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনের উত্তরমুখী রাস্তা বন্ধ থাকছে দুমাস। কলকাতা ট্রাফিক পুলিশের ছাড়পত্র মেলার পর আজ থেকেই পুরোদমে কাজ শুরু করেছে রেল বিকাশ নিগম লিমিটেড।