যাদবপুরে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! - BBP NEWS

Breaking

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

যাদবপুরে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার!

 



বিবিপি নিউজ: এখনও রেশ কাটেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর। তারই মধ‌্যে ফের নার্সিং পড়ুয়ার রহস‍্যজনক মৃত‍্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকায়। মৃত ছাত্রীর নাম মল্লিকা দাস। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে এক পি.জি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।



পুলিশ সূত্রে জানা গেছে, বছর ২২-এর মল্লিকা দাসের বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া থেকে নার্সিং পড়তে কলকাতায় আসেন তিনি। তিনি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিং কলজের চতুর্থ বর্ষের ছাত্রী। সোমবার, সকালে ৭-৮ টা নাগাদ পিজির ছাদে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান প্রত‍্যক্ষদর্শীরা। তারাই পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল অর্থাৎ রবিবার রাতেই মারা যান এই ছাত্রী। দেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই।সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

Pages