বিবিপি নিউজ, আলো পর্বত: বেহাল রাস্তা সারানোর দাবিতে আন্দোলনে এলাকাবাসী। পথ অবরোধ করে
খানাখন্দে ধান গাছ লাগিয়ে প্রতিবাদ করেন স্থানীয়রা।
জানা গেছে, পশ্চিম বর্ধমানের কাঁকসার জাঠগড়িয়া থেকে মধাইগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি খাট গড়িয়া থেকে কাঁটাবেড়িয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজের সূচনা হলেও। কাঁটাবেড়িয়া থেকে জাটগড়িয়া পর্যন্ত রাস্তা সংস্কারের উল্লেখ নেই। তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে জাঠগরিয়া মোড়ে পথ অবরোধ করে আন্দোলনে নামল স্থানীয় বাসিন্দারা। একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন গুরুত্ব দিচ্ছে না বলেও তাদের অভিযোগ। রাস্তায় ধান পুঁতে গাড়ি আটকে বিক্ষোভে নামে এলাকার মানুষ। যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে প্রশাসন ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

