বিবিপি নিউজ: দিল্লি পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। তার আগে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি-টোয়েন্টিতে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এছাড়া দিল্লি পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ। এদিকে সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বাইডেন।