৪৫ বছর পরেও মিললো না রেহাই, জল যন্ত্রণায় নাজেহাল শহরবাসী - BBP NEWS

Breaking

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

৪৫ বছর পরেও মিললো না রেহাই, জল যন্ত্রণায় নাজেহাল শহরবাসী

  



বিবিপি নিউজ, আলো পর্বত: বামফ্রন্টের জামানা ৩৪ বছর, তৃণমূল জামানার ১১ বছর, দুটো সরকার দেখল দমদম পুরসভার এয়ারপোর্ট এক নম্বর থেকে বেতুয়াতলা কালিবাড়ি এলাকার মানুষেরা, কিন্তু যে সরকারি আসুক না কেন পুরসভা যার দায়িত্বেই থাকুক না কেন, তাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি পুরসভা। 



উন্নয়ন যেন আটকে রয়েছে এই রাস্তাতেই। তাই এক ঘন্টার বৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায়, বাড়ির ভিতর জল ঢুকে যায়, এবং তিন দিন লাগে সেই জল নামতে। বড় বড় কমপ্লেক্স হয়েছে দুপাশে। ফ্ল্যাটে ভরে গিয়েছে, রাস্তার দুধার। কিন্তু বর্ষা আসলেই আতঙ্কে ভুগতে থাকেন এলাকাবাসী। আর এই নিকাশি ব্যবস্থা কিভাবে সমাধান করা যায়, তার কোন হেলদোল নেই পুরসভার। 


স্থানীয়দের অভিযোগ, বর্তমান পুরবোর্ড বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না, গাড়ি চালকরা রীতিমতো সমস্যায় পড়েন এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। বেশ কয়েকটি রুটের অটো এবং টোটো চলে এই রাস্তায়। এছাড়াও এই রাস্তার উপর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্কুল। প্রচুর ছাত্র ছাত্রী এই রাস্তাটি ব্যবহার করে এয়ারপোর্ট থেকে টবিন রোড যাওয়ার। বছরের পর বছর এই জল যন্ত্রণা নিয়ে কাটাতে হচ্ছে এলাকাবাসীকে। কবে নিস্তার পাবে এলাকাবাসী, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Pages