বিবিপি নিউজ: আগামীকাল শনিবার বিশ্বকাপের দুই দল বাংলাদেশ ও নেদারল্যান্ডস ক্রিকেটের নন্দনকানন ইডেনে মুখোমুখি হচ্ছে। ম্যাচের আগেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কড়া নিরাপত্তার বলয়ে রয়েছে মহানগরীর ময়দান। কিন্তু ম্যাচের ঠিক ২৪ ঘন্টা আগে দুর্ঘটনার কবলে ইডেন।
এ দিন দুপুর নাগাদ ঘটে ঘটনা। ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি ধাক্কা মারে ইডেনের দেওয়ালে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। ওই দেওয়াল ভেঙে পড়ায় চাপে পড়ে গিয়েছেন সিএবির কর্তারা। ওই গেট দিয়ে দর্শকরা ঢুকবেন বিশ্বকাপের ম্যাচ দেখতে। জরুরীকালীন পরিস্থিতিতে ওই দেওয়াল সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সারানো হলেও যে সমস্যা মিটবে, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।
