গাজাকে শায়েস্তা করতে ইজরায়েলের হাতিয়ার ভূমধ্যসাগরের জল - BBP NEWS

Breaking

শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গাজাকে শায়েস্তা করতে ইজরায়েলের হাতিয়ার ভূমধ্যসাগরের জল

 



বিবিপি নিউজ: চলছে ইজরায়েলে ও গাজার যুদ্ধ। এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এবার ইজরায়েলের নতুন হাতিয়ার জল। গাজা ভূখণ্ডে সুড়ঙ্গের ডেরা থেকে হামাস যোদ্ধাদের উৎখাত করতে নয়া পরিকল্পনা করেছে ইজ়রায়েল সেনা।




 ভূমধ্যসাগর থেকে বিপুল পরিমাণ জল ঢুকিয়ে সুড়ঙ্গে আত্মগোপনকারী হামাস বাহিনীকে বাইরে আনার একটি নকশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ গাজ়া উপকূলের একাংশ ইজরায়েল নৌসেনার দখলে রয়েছে। সেখান থেকেই হতে পারে এই ‘জল ভরো’ অভিযান। টানা ২০ দিন ধরে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চললেও এখনও গাজ়ায় পুরোদস্তুর ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেনি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তবে কয়েকটি সুড়ঙ্গের মুখের কাছে তারা পৌঁছে গিয়েছে।

Pages