বিবিপি নিউজ: রবিবার ইডির দফতর থেকে বেরনো ও পরে ঢোকার মুখে সাংবাদিকদের সামনে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃত্যুর আশঙ্কা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয় বাকিবুর রহমানকে নিয়ে করা প্রশ্নেরও সোজাসাপ্টা উত্তর দিয়েছেন বনমন্ত্রী।
এদিকে, চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। গত ১৪ দিন ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। এ বার জেলে থাকার পালা।
রবিবার কালীপুজোর দিন সকালে ইডির দফতর থেকে বেরনো ও ঢোকার মুখে গুরুতর অসুস্থ লাগছিল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এদিন সকালে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিছুক্ষণ ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ফের তাঁকে ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।