রিলস বানিয়ে ট্রোলের শিকার, আত্মহত্যা ১৬ বছরের কিশোরের - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

রিলস বানিয়ে ট্রোলের শিকার, আত্মহত্যা ১৬ বছরের কিশোরের

 



বিবিপি নিউজ: ছেলে হয়ে সোশ্যাল মিডিয়া নারীর সাঁজে রিলস বানিয়ে ট্রোলের শিকার হলেন। এর জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ১৬ বছরের যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। মৃত কিশোরের নাম প্রায়ানশু।


জানা গেছে, সম্প্রতিই দীপাবলিতে শাড়ি পরে একটি ভিডিয়ো পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই  চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন ১৬ বছরের ওই কিশোর। সেই কটাক্ষ, তীর্যক মন্তব্য সহ্য না করতে পেরেই আত্মহত্যার পথ বেছে নিলেন।



 ওই ষষ কিশোর ইন্সটাগ্রামে মূলত মেকআপ ও বিউটি নিয়ে বিভিন্ন ভিডিয়ো তৈরি করে পোস্ট করতেন। সম্প্রতিই দীপাবলিতে একটি রিল পোস্ট করেন কিশোর। শাড়ি পরে ওই ট্রানজিশন ভিডিয়োয় প্রচুর লাইক যেমন পড়ে, তেমনই আবার হাজার হাজার কমেন্টও পড়ে। এর মধ্যে প্রায় হাজার খানেক ভিডিয়োয় ঘৃণামূলক মন্তব্য ছিল। ক্রমাগত ট্রোলিংয়ের শিকার হয়েই শেষে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর। গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখা শুরু করেছে। 



‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজের অভিনেত্রী ত্রিনেত্রা হালদার কিশোরের আত্মহত্যার খবরটি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ওই কিশোরের কমেন্ট সেকশনে ৪ হাজারেরও বেশি ‘হোমোফেবিক’ কমেন্ট করা হয়েছে, যার জেরে ওই কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Pages