স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল, পুলিশে‌ অভিযোগ জানিয়ে মেলেনি সুরাহা, থানার সামনে আত্মহত্যার চেষ্টা মহিলার - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল, পুলিশে‌ অভিযোগ জানিয়ে মেলেনি সুরাহা, থানার সামনে আত্মহত্যার চেষ্টা মহিলার

 



বিবিপি নিউজ: থানার সামনে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা‌ করলেন মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত সাইবার ক্রাইম থানার আইসির ঘরের সামনে।


পুলিশ সূত্রে জানা খবর, ১১ মাস আগে সম্বন্ধ করে টুঙ্গীদিঘির সাধনপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় ঘোষের সঙ্গে ডালখোলার বাসিন্দা ওই গৃহবধূ বিয়ে হয়। বিয়ের তিন মাসের মাথায় নিজের স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় মৃত্যুঞ্জয়। এই ঘটনায় কর্ণজোড়ার সাইবার ক্রাইম থানায় এপ্রিল মাসে লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। 


এরপর মাকে সঙ্গে নিয়ে কর্ণজোড়ার সাইবার ক্রাইম থানায় যায় ওই মহিলা। সেইসময় আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। এরপরেই নিজের ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে নিজের বাঁ হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই বধূ। তাঁর অভিযোগ, ‘পুলিশ টাকা খেয়ে মামলাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সাত মাস ধরে মামলা পড়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাই আইসির সামনেই আত্মহত্যার চেষ্টা করেছি।’ ওই মহিলা তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেন বলে জানা গিয়েছে।

Pages