‘এতদিন বলিনি, আজ আপনাদের সত্যিটা বলছি’, বারাসতে এসে নিজের পরিবার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী - BBP NEWS

Breaking

বুধবার, ৬ মার্চ, ২০২৪

‘এতদিন বলিনি, আজ আপনাদের সত্যিটা বলছি’, বারাসতে এসে নিজের পরিবার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী





বিবিপি নিউজ: বারাসতের সভা থেকে নিজের পরিবার নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে শক্তি সম্মান সমাবেশে যোগ দিয়েছেন নমো। ইতিমধ্যেই সন্দেশখালিকাণ্ডের জেরে তোলপাড় দেশ। সেই আবহেই উত্তর ২৪ পরগনায় মোদী। টার্গেট মহিলা ভোট। মোদী সভায় উপস্থিত সন্দেশখালির নির্যাতিতারাও। 


এদি মোদী বলেন'আজ আপনাদের সত্যিটা বলছি'। 

গোটা দেশবাসী এখন মোদীর পরিবার বলছে। কিছু মানুষের মনে হয়, কোনও রাজনৈতিক নেতা আমাকে গালি দিয়েছে, তাই আপনাদের সবাইকে নিজের পরিবার বলছি। আসলে আজ সত্যিটা বলছি। 


আমি অনেক ছোটো বয়সে ঘর থেকে একটা ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। পরিবার ছেড়ে দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খোঁজার চেষ্টা করছিলাম। আমার পকেটে কখনও এক পয়সাও ছিল না। কিন্তু আপনার জেনে গর্ব হবে, আমার পকেটে পয়সা ছিল না, না কোনও মাথার ওপর ছাদ ছিল। শুধু আমার কাঁধে ঝোলা ছিল। কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে প্রশ্নটা করেই ফেলত, 'বাবা তুমি কি কিছু খেয়েছো?' আমি আজ বলছি, সালের পর সাল আমি পরিবার ছেড়ে ছিলাম। আমার পকেটে পয়সাও ছিল না। কিন্তু আমি এক দিনই খালি পেটে থাকি নি। তাই আমি বলি, এটাই আমার পরিবার। ১৪৪ কোটে দেশবাসী আমার পরিবার।

Pages