বিবিপি নিউজ: আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষন -খুন কান্ডে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে আবারো সামনে আসলে নৃশংসতার ঘটনা। এবার টিউশনি থেকে ফেরার পথে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ অভিযোগে উত্তাল অসম।
ঘটনাস্থল অসমের নগাঁও। অভিযোগ, টিউশন থেকে বাড়ি ফেরার পথে, গণধর্ষণের শিকার নাবালিকা। অভিযোগের তীর ৩ জনের দিকে। বৃহস্পতিবার ধিং এলাকায় এই ঘটনা ঘটেছে । সে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘটনায় কড়া পদক্ষেপের কথা বললেও, পথে নেমেছেন অসমের বাসিন্দারা। সমাজের নানা স্তরের বিপুল সংখ্যক মানুষ শুক্রবার সকাল থেকেই অসমের নানা জায়গায় বিক্ষোভ দেখান। ব্যবসায়ীরা প্রতিবাদে দোকান বন্ধ রেখেছেন, দোষীদের কঠোর শাস্তি এবং মহিলাদের সুরক্ষার দাবিতে ফুঁসছেন অসমের মানুষ। রাস্তায় প্রতিবাদের স্বর উঠছে, উই ওয়ান্ট জাস্টিস।