বিবিপি নিউজ: দেশ জুড়ে তোলপাড় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায়। এই মামলায় এক সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকেরা। ইতিমধ্যে এই মামলা দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন।
এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কংগ্রেস নেতা কপিস সিবাল ও তাঁর টিম। আর সেই কারণে শুধু রাজ্য নয়, গোটা দেশের মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান এই আইনজীবী। এই পরিস্থিতিতে প্রবীণ আইনজীবীকে রাবনের সঙ্গে তুলনা করলেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা।
আইনজীবী কপিল সিবালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে টেনে আনা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। যদিও রাহুল গান্ধী প্রথম থেকেই ব্যক্তিগতভাবে আরজি করের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। কিন্তু তারপরেও কপিল সিবালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে 'কলিকালের রাবণ' আখ্যা দেওয়া হয়েছে।
মধুসূদন নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, 'কলিযুগের আসল রাবণ কপিল সিব্বাল । 2G কেলেঙ্কারির পক্ষে। কয়লা কেলেঙ্কারির পক্ষে । CWG কেলেঙ্কারির পক্ষে । তিন তালাক রক্ষা করেছেন । রামমন্দিরের বিরুদ্ধে লড়েছেন । সিএএ অপসারণের বিরুদ্ধে লড়েছেন। আরজি কর মামলায় মমতা সরকারের পক্ষে।'
The real Ravan of KalyugKapil Sibal :Defended 2G Scam Defended coal ScamDefended CWG scam Defended Triple TalaqFaught against Ram mandir Faught against CAA removalDefending Mamata Govt on RG kar case. #RGKarMedicalcollege #mo pic.twitter.com/wDfcSUAXwU
— MADHUSUDAN (@madhusudan8181) August 20, 2024
যদিও আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একের পর এক প্রশ্নে জর্জরিত করেছে রাজ্যকে। আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বও রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর হাতে।