Nepal Helicopter Crash: ফের কপ্টার দুর্ঘটনা, নেপালে হেলিকপ্টার দূর্ঘটনায় মৃত অন্তত ৪ - BBP NEWS

Breaking

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

Nepal Helicopter Crash: ফের কপ্টার দুর্ঘটনা, নেপালে হেলিকপ্টার দূর্ঘটনায় মৃত অন্তত ৪

 



বিবিপি নিউজ: ফের কপ্টার দুর্ঘটনা। ঘটনাস্থল নেপাল। বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ এই কপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। নেপাল পুলিশের পক্ষও থেকেও দুর্ঘটনার কথা জানানো হয়েছে সমাজমাধ্যমে।শেষ পাওয়া খবর অনুযায়ী ৪ জনের মৃত্যু ঘটেছে।




#SadNews: काठमाडौंबाट रसुवा उडेको एयर डाइनेस्टी हेलिकप्टर नुवाकोटको शिवपुरी गा.पा. ७ सूर्यचौरमा दुर्घटना भएको छ । घटनास्थलमा पुगेर नेपाल प्रहरीले उद्धार कार्य जारी रहेको छ ।#NepalPolice #नेपालप्रहरी #BelieveInBlue #ToServeandProtect #rescue #helicopter


    pic.twitter.com/KKLm6M3nnK



— Nepal Police (@NepalPoliceHQ)


    August 7, 2024


আরও পড়ুনঃ রাতভর অশান্তি বাংলাদেশে!থানায় আগুন,হামলা কারাগারে,আজ থেকে খুলছে অফিস-আদালত



জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ নেপালের নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় বিমান দুর্ঘটনার ঘটেছে ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাহাড়ে ধাক্কা লেগে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বুধবার ওই কপ্টারটি কাঠমান্ডু থেকে রসুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে। 

Pages