উত্তরকাশীতে হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি!নিখোঁজ ৯ জওয়ান - BBP NEWS

Breaking

বুধবার, ৬ আগস্ট, ২০২৫

উত্তরকাশীতে হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি!নিখোঁজ ৯ জওয়ান

 



বিবিপি নিউজ: উত্তরখণ্ডের ধারালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির কারণে আচমকা নেমে আসে হড়পা বান। আর সেই হড়পা বানের জেরেহর্ষিলের সেনা ছাউনিও ভেঙে পড়েছে। নিখোঁজ হয়েছেন সেখানকার অন্তত ৯ জওয়ান। ইতিমধ্যেই সেনা জওয়ানেরা উদ্ধারকাজে নেমে পড়েছে।এখন পর্যন্ত ইন্দো-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা হড়পা বানে বিধ্বস্ত এলাকা থেকে ৫০ জনকে উদ্ধার করেছেন। চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ বহু। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে। 



বুধবার রাজ্যের বেশ কিছু জেলার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। আপাতত বন্ধ থাকবে কেদারনাথ যাত্রা।প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ধারালি এলাকায় বৃষ্টি চলেছে। সে কারণে উদ্ধারকাজ ব্যহত হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। নাগরিকদের সব রকম সাহায্য করতে ভারতীয় সেনা প্রস্তুত। এই ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি। উত্তরাখণ্ডের প্রিন্সিপাল সচিব আরকে সুধাংশু জানিয়েছেন, হড়পা বানের কারণে ৪০ থেকে ৫০টি বাড়ি ভেঙে পড়েছে। বৃষ্টির কারণে উদ্ধারের জন্য হেলিকপ্টার নামানো যায়নি।


Pages