মদ্যপ পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষে মৃত্যু ২ স্কুলপড়ুয়া, গুরুতর জখম ১ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মদ্যপ পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষে মৃত্যু ২ স্কুলপড়ুয়া, গুরুতর জখম ১



বিবিপি নিউজ: মদ্যপ পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই নাবালক স্কুলপড়ুয়ার।  গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু।  সোমবার বিকেলে হরিয়ানার পালওয়ালে স্কুল থেকে বাড়ি ফিরছিল তিন ভাই। সেই সময়েই একটি গাড়ি এসে পিষে দেয় তিন জনকে। গাড়িটি চালাচ্ছিলেন নরেন্দ্র কুমার নামে এক পুলিশকর্মী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি।


জানা গেছে, সোমবার বিকেলে অয়ন (১১), আহসান (৯) এবং বছর ৭-এর অর্জুন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পুলিশকর্মীর গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অয়ন এবং আহসানের। স্থানীয় বাসিন্দারাই অর্জুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি বেশ জোরেই আসছিল। তিন স্কুলপড়ুয়াকে পিষে দেওয়ার পরে ওই পুলিশকর্মী গাড়ি ফেলে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তা়ড়া করে তাঁকে ধরে ফেলেন। এর পরে এলাকাবাসীরাই স্থানীয় থানায় খবর দেন এবং ঘাতক গাড়ির চালককে পুলিশের হাতে তুলে দেন। পরে নিহত দুই শিশুর বাবা শাহবুদ্দিন স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত পুলিশকর্মীকেও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হেড কনস্টেবল 

 স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পুলিশকর্মী মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরে পালাতে গিয়ে ধরা পড়ার পরে এলাকাবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। ওই সময় মত্ত অবস্থায় তিনি নিজের উর্দি দেখিয়ে গ্রামবাসীদের ভয় দেখান বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলি যাচাই করে দেখছে পুলিশ।

#Accident #child-death #hariyana #police 

Pages