নগদ ৯০ লক্ষ টাকা সহ ১ কোটির মূল্যের সোনার গহনা উদ্ধার সিভিল সার্ভিস অফিসারের বাড়ি থেকে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নগদ ৯০ লক্ষ টাকা সহ ১ কোটির মূল্যের সোনার গহনা উদ্ধার সিভিল সার্ভিস অফিসারের বাড়ি থেকে

 


বিবিপি নিউজ: দুর্নীতির অভিযোগে ভিজিল্যান্সের আধিকারিকের হাতে গ্রেফতার হলেন অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা। বর্তমানে কামরূপ জেলার গোরোইমারিতে সার্কল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই আধিকারিককে গ্রেফতার করেছে।


ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল নূপুরের বিরুদ্ধে। তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, নূপুরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নজরদারি শুরু হয়। তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, যখন তিনি বরপেটা রেভিনিউ সার্কলে কর্মরত ছিলেন, সেই সময় তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে জমি হস্তান্তর এবং জমির চরিত্র বদল করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতেই এই সার্কল অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হল।গোলাঘাটের বাসিন্দা নূপুর ২০১৯ সালে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন। 



সোমবার নূপুরের গুয়াহাটির বাড়িতে তল্লাশি অভিযানে যান রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকেরা। একই সঙ্গে আরও একটি দল বরপেটায় নূপুরের ভাড়াবাড়িতেও তল্লাশি চালায়। সেই তল্লাশি অভিযানের সময় নূপুরের গুয়াহাটির বাড়ি থেকে নগদ ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও এক কোটির টাকার সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় গুয়াহাটি এবং বরপেটায়।

Pages