ভারতের ছোড়া মিসাইলে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার! ফাঁস পাকিস্তানের মিথ্যাচার - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের ছোড়া মিসাইলে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার! ফাঁস পাকিস্তানের মিথ্যাচার




বিবিপি নিউজ: অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি। শোনা গিয়েছিল, বিস্ফোরণে মারা গিয়েছে আজহারের পরিবারের ১৪ সদস্য। এটা যে কোনও দাবিমাত্র নয়, বরং একেবারে সত্যি ঘটনা তা মেনে নিল জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি! 

সম্প্রীতি এক ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে সে বলছে, কীভাবে ভারতীয় সেনার দাপটে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আজহারের বাড়ি। সে নিজে প্রাণে বেঁচে গেলেও ছিন্নভিন্ন হয়েছে তার পরিবার।

Pages