বিবিপি নিউজ,কলকাতা: নবম-দশম শ্রেণির নিয়োগের মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার রাতে পরীক্ষার উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে আপলোড করল।
উত্তরপত্র নিয়ে কোনও সংশয় থাকলে আগামী 20 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে তা চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে প্রতি প্রশ্নের জন্য দিতে হবে 100 টাকা। চ্যালেঞ্জ করে সফলে হলে পরীক্ষার্থী ওই 100 টাকা ফেরত পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে SSC ৷ 11টি বিষয়ে 60টি করে প্রশ্নের মডেল উত্তর রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য পাঁচ দিন সুযোগ পাবেন । কোনও পরীক্ষার্থী যদি মনে করে কোন প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ করবে তবে, তিনি তা অনলাইনে করতে পারবেন ৷
দীর্ঘ নয় বছর পর গত 7 সেপ্টেম্বর রাজ্যে এসএসসি পরীক্ষা হয়েছে। সেই দিন নবম ও দশম শ্রেণির পরীক্ষায় আবেদন করেছিলেন 3 লক্ষ 19 হাজার 961 জন । আর পরীক্ষায় বসেছিলেন 2 লক্ষ 93 হাজার 152 জন। অর্থাৎ উপস্থিতির হার ছিল 91.62 শতাংশ ৷ এর মধ্যে 3 হাজার 685 জন ছিলেন বিশেষভাবে সক্ষম। ভিন রাজ্য থেকে এসে পরীক্ষা দিয়েছিলেন 31 হাজার 362 জন। বেশিরভাগ পরীক্ষার্থী এসেছিলেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ৷
#SSC #Answer #Kolkata #WestBengal #NineTen
