কিউমুলোনিম্বাস-এর রোষানলে শহর কলকাতায় বন্যা পরিস্থিতি, পঞ্চমীর আগে জল নামবে তো ? - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কিউমুলোনিম্বাস-এর রোষানলে শহর কলকাতায় বন্যা পরিস্থিতি, পঞ্চমীর আগে জল নামবে তো ?

 




বিবিপি নিউজ: প্রকৃতি খেল দেখালো। একেবারে জলে ভাসছে শহর কলকাতার অধিকাংশ এলাকা। ‘কিউমুলোনিম্বাস’–এর প্রভাবে মধ্যরাতে মহানগরে মেঘভাঙা বৃষ্টি। আর তাতেই ‘ডাবল সেঞ্চুরি’ কলকাতা এবং সল্টলেকের। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন রেকর্ড বৃষ্টি হয়েছে শহরে।


আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে রাত থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত কলকাতায় ২৫২ মিলিমিটার এবং সল্টলেকে ২২৭ মিমি বৃষ্টিপাতের হিসেব দেওয়া হয়েছে। শহরের প্রায় ৪০ বছরের পুরোনো বৃষ্টির রেকর্ড পর পর খানখান করে দিল। 


২৪ ঘণ্টার মধ্যে কোনও এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে ‘চরম ভারী’ বৃষ্টি বলা হয়। ১৮৭৫ সালে আলিপুর হাওয়া অফিস তৈরি হওয়ার পর থেকে ২০২৫–এর ২২–২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেড়শো বছরে শহর এমন ধরনের বৃষ্টি দেখেছে মাত্র ন’বার। ১৯৭৮–এর ভয়াবহ বন্যার সময়ে রাতভর যে বৃষ্টি হয়েছিল, তার ৪৭ বছর পূর্তি হবে ক’দিন বাদেই। সোমবার রাতে যে বৃষ্টি দেখল মহানগর, তা ওই বিপর্যয়ের ঘটনা মনে করিয়ে দিচ্ছে অনেককেই।


তবে বৃষ্টির জল নামবে কবে সেই কথায় এখন মাথায় ঘুরছে পুজো কমিটি থেকে শুরু করে ব্যবসায়ীরা। তাদের মাথায় হাত। পুজোর আগে প্রকৃতির রোষানলে পড়ে বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ বহু দোকানের মালপত্র। একপ্রকার জলের তলায়৷ বই পাড়া তথা কলেজ স্ট্রিট। তবে এমন পরিস্থিতিতেও আশার আলো দেখছে পুজো কমিটির কর্তার। খুব শীঘ্রই জল নামবে। তবে তাঁর দোসরা নিম্নচাপ। যদি ফের ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে ? সেই চিন্তাই এখন কপালে ভাঁজ ফেলেছে।

Pages