স্বস্তি নেই শহরবাসীর! ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চোখ রাঙাবে গভীর নিম্নচাপ, জানাল আলিপুর হাওয়া অফিস - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

স্বস্তি নেই শহরবাসীর! ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চোখ রাঙাবে গভীর নিম্নচাপ, জানাল আলিপুর হাওয়া অফিস



বিবিপি নিউজ,কলকাতা: মঙ্গলবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ডুবেছে শহর কলকাতার একাধিক এলাকা। গত চার দশকের রেকর্ড ভেঙে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে শহরের একাধিক জায়গায়। তবে এই পরিস্থিতি যে আবারও তৈরি হতে পারে, কার্যত সেই ইঙ্গিত মিলল আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে।


মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যহত ব্যস্ত শহরের জনজীবন। শিয়ালদহ, হাওড়া স্টেশন সহ একাধিক স্টেশনে জলমগ্ন। যার জেরে ব্যহত হয়েছে ট্রেন চলাচল। আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের প্রভাবেই এই তুমুল বৃষ্টি। রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোথাও কোথাও ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৪০-৫০ বা ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বরে বা তার আশপাশে আরও একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখে সেটাই গভীর নিম্নচাপে পরিণত হবে। সেটাই ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে। পরে অন্ধ্র ও ওড়িশা উপকূল ধরে এগিয়ে যাবে। তাই আপাতত ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়া উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Pages