টিকিট চাওয়ায় মহিলা টিটির মুখে গরম ঘুগনি ছুড়লেন যাত্রী - BBP NEWS

Breaking

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

টিকিট চাওয়ায় মহিলা টিটির মুখে গরম ঘুগনি ছুড়লেন যাত্রী

 


বিবিপি নিউজ: ফের আক্রান্ত টিকিট পরীক্ষক। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের টিকিট পরীক্ষার সময় মহিলা টিকিট পরীক্ষক আক্রান্ত হলেন।অভিযোগ, টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের (টিটিই) মুখে গরম ঘুগনি ছুড়ে মারেন এক যাত্রী। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বারুইপুর স্টেশনে।


বাকি দিনের মতো শনিবার সকালেও শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। ট্রেনের মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় টিকিট পরীক্ষা করতে ওঠেন টিটিই পূজা কুমারী। তাঁর দাবি, একে একে সকলে টিকিট দেখাচ্ছিলেন। সেই সময় এক যাত্রী তাঁর বন্ধুর সঙ্গে আসনে বসে ঘুগনি খাচ্ছিলেন। তাঁদের পাশে বসা কয়েক জন যাত্রী অভিযোগ করেন, ওই দু’জন সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আছেন। তখন তিনি দুই যাত্রীর টিকিট দেখতে চান। ‘দিচ্ছি’ বলে তাঁর মুখে একজন গরম ঘুগনি ছুড়ে মারেন। হতচকিত হয়ে পড়েন তিনি। তাঁর অভিযোগ, গরম ঘুগনি চোখেমুখে পড়ে প্রচণ্ড জ্বালা করতে থাকে। ঘটনার আকস্মিকতায় এবং কষ্টে তিনি আর্তনাদ করে ওঠেন। চোখমুখে বিভৎস জ্বালা হচ্ছিল তাঁর। তবে ওই অবস্থাতেই চোখমুখ মুছে অভিযুক্তকে ট্রেন থেকে নামিয়ে আনেন।

চিৎকার-চেঁচামেচি শুনে তত ক্ষণে প্ল্যাটফর্মে আরপিএফ জওয়ানেরা পৌঁছে অভিযুক্ত যাত্রীকে আটক করে নিয়ে যান।আক্রান্ত টিকিট পরীক্ষক বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন ওই যাত্রীর বিরুদ্ধে।




Pages