আমার দ্বারা পড়াশোনা হল না! চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ কিশোরীর - BBP NEWS

Breaking

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আমার দ্বারা পড়াশোনা হল না! চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ কিশোরীর

 



বিবিপি নিউজ: ‘আমার দ্বারা পড়াশোনা হল না!’ মা-বাবার উদ্দেশে চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বছর পনেরোর স্কুল ছাত্রী৷

শনিবার শিলিগুড়ির এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে৷  মৃতের নাম সরলা ঠকচক।


 জানা গিয়েছে, শনিবার সকালে শিলিগুড়ির একটি বেসরকারি আবাসনে রক্তাক্ত অবস্থায় এক কিশোরীকে পড়ে থাকতে দেখা যায়৷ আবাসনের  কয়েকজন মিলে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয় মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ আবাসনে গিয়ে খতিয়ে দেখে সবকিছু৷ সেই সময় আবাসনের ছাদ থেকে একটি নোট উদ্ধার হয়৷ সেটি একটি হাতঘড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছিল৷ তাছাড়া মেয়েটিও যেহেতু স্কুলের পোশাকে ছিল, তাই সেই সূত্র ধরে পরিচয় খোঁজার চেষ্টা করেন তদন্তকারী৷

 


পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরীর নাম সরলা ঠকচক। কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার মা বিএসএফে কর্মরত। শিলিগুড়িতেই তিনি কর্মরত৷ কদমতলা পাঁচ নম্বর গেটের কাছে বিএসএফের আবাসনেই থাকত সরলা। তারা ওড়িশার বাসিন্দা৷ তার বাবা সেখানেই থাকে৷

আরও জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবারও বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময়ে বের হয় সরলা। তবে এদিন আর সে স্কুলে যায়নি। আবাসন থেকে খানিকটা দূরে ওই বেসরকারি বহুতল আবাসন রয়েছে। সিসিটিভিতে ফুটেজ যাচাই করে দেখা যায়, সরলা একাই সেই আবাসনে ঢুকছে সকালে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই বহুতল আবাসনে ছাদে ওঠে সে। সেখান বসেই একটি নোট লেখে সরলা। সেটাতে লেখা রয়েছে, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷ বাবা-মায়ের চাহিদা পূরণ করতে পারিনি৷ আমি পড়াশোনায় ভালো না৷ আমার দ্বারা হল না।" ওই নোট দেখেই পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের পড়াশোনার চাপ ও ভালো রেজাল্ট না-কর‍তে পারাতেই মানসিক অবসাদে এই ঘটনা ঘটেছে। 


Pages