বিবিপি নিউজ: 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের দামামা না বাজলেও রাজনৈতিক দল গুলো প্রচার করতে শুরু করে দিয়েছে৷ এই আবহে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রথম স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করল নির্বাচন কমিশন৷
মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন রাজ্যের দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী ৷ ভিডিয়োর মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও৷ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের এদিন প্রশিক্ষণ দেওয়া শুরু হয়৷ সেই সঙ্গে আগামী বছরের নির্বাচনের জন্যও প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিটি জেলার আধিকারিকদের৷ এদিন প্রথম পর্যায়ে ইআরও, এইআরও, ওসি ইলেকশন এবং এডিএম ইলেকশন আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয় ৷
