বিবিপি নিউজ,সুন্দরবন: আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশী ট্রলারে। মাঝ নদীতে ধাওয়া করে ১৯ বাংলাদেশী সহ একটি ট্রেলার আটক করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদেরকে রবিবার সুন্দরবন কোষ্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন বিএসএফ। সোমবার তাদের আদালতে পেশ করা হয়৷
রবিবার সুন্দরবনের গোসাবা রেঞ্জের বাগমারা জঙ্গল এলাকায় টহলদারি চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁরা দেখতে পান, ভারতীয় জল সীমানার মধ্যে একটি ট্রলার ঘাঁটি রয়েছে। ট্রলারের কাছে যাওয়ার চেষ্টা করে বিএসএফ। এদিকে বিএসএফকে দেখে ট্রলারটি পালাতে থাকে। বিএসএফ দ্রুত ট্রলারের পিছু ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর শেষমেশ ট্রলারটিকে ধরে ফেলে বিএসএফ।
ধৃতদের বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামে ৷ তবে, ধৃতরা বাংলাদেশি মৎস্যজীবী বললেও বৈধ কোনও নথি দেখাতে পারেনি। এমনকী অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করে তারা। বিএসএফ ট্রলারটি বাজেয়াপ্ত করে।পরিকল্পনা মাফিক বেআইনিভাবে ভারতে প্রবেশ? নাকি ভুলবশত জলসীমা পার করেছিলেন মৎস্যজীবীরা, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করেই রহস্যভেদের চেষ্টায় তদন্তকারীরা। ধৃতরা কেন ভারতীয় জলসীমা পেরিয়েছিলেন? ভুল নাকি ইচ্ছাকৃত? তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধৃতরা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করলেও তা আদৌ সত্য কি না, সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের।
#Sundarban #Bangladeshi #BSF #Police #River #Arrested
