বিবিপি নিউজ,মালদা: তৃণমূল নেতা খুনের মূল সাক্ষীকে মারতেই গুলি করার অভিযোগ উঠেছে মালদাতে। গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মী বর্তমানে মালদা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিমুল মোমিন (33)। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার অন্তর্গত অমৃতির বানিয়াগ্রাম এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের অমৃতি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
উল্লেখ্য, গত 10 জুলাই রাতে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের গ্রামীণ নেতা আবদুল কালাম আজাদকে (34)। সেই সময় গুরুতর আহত হয়েছিলেন আতিমুল মোমিন-সহ আরও দু'জন। সেই ঘটনায় আরও এক তৃণমূল নেতা মাইনুল শেখ-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মইনুল শেখকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছে। অভিযোগ, সেই ঘটনার মূল সাক্ষী আতিমুল মোমিনকে মোটা অঙ্কের টাকার প্রলোভন দিয়ে সাক্ষী দিতে না করে মইনুলের লোকজন। তাতে রাজি না হওয়ায় মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
#Maldah #TMC #shootout
