বিবিপি নিউজ: বুধবার সন্ধ্যায় হঠাৎ বিপত্তি দেখা দিল শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাটগামী এসি লোকালে। গোবরডাঙা স্টেশনে খুললই না ট্রেনের দরজা। যাত্রীদের না নামিয়েই ঠাকুরনগরের দিকে এগিয়ে গেল ট্রেন। শেষে গোবরডাঙা এবং ঠাকুরনগরের মাঝখান থেকে আবার ফিরিয়ে আনতে হয় ট্রেনটিকে।
প্রতিদিনের মত বুধবারও শিয়ালদহ বনগাঁ থেকে রানাঘাট গামী ওই ট্রেনটি সন্ধ্যায় গোবরডাঙা স্টেশনে থামলেও ট্রেনের গেট খোলেনি। যাত্রীরা ট্রেন থেকে নামার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বেশ কিছু ক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটি রওনা দেয় ঠাকুরনগরের দিকে। তত ক্ষণে ট্রেনের কামরায় কর্তব্যরত আরপিএফ কর্মীরা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে দেন। শেষে বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে ঠাকুরনগর এবং গোবরডাঙার মাঝে থামানো হয় ট্রেনটিকে। তার পরে আবার ফিরিয়ে আনা হয় গোবরডাঙা স্টেশনে। বুধবার সন্ধ্যার ওই সাময়িক বিভ্রাটে যাত্রীদের অনেকেই অসন্তুষ্ট। তবে স্টেশনে নেমে যাত্রীরা লোক পাইলটের কেবিনে গিয়ে বিক্ষোভ দেখান।
