বিবিপি নিউজ: সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাজভবন সূত্রের দাবি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।
বুধবার রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধিকারিক বলেন, "রাজ্যপাল পশ্চিমবঙ্গে ছয় বিশিষ্টজনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন। তাঁরা হলেন—
প্রফেসর (ডঃ) আবু তালেব খান — বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়৷
প্রফেসর চন্দ্রদীপা ঘোষ — সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়৷
ঝাড়গ্রাম প্রফেসর (ডঃ) আশিস ভট্টাচার্য — গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়৷
প্রফেসর (ডঃ) আশুতোষ ঘোষ — কলকাতা বিশ্ববিদ্যালয়৷
প্রফেসর (ডঃ) উদয় বন্দ্যোপাধ্যায় — কাজী নজরুল বিশ্ববিদ্যালয়৷
প্রফেসর (ডঃ) চিরঞ্জিব ভট্টাচার্য — যাদবপুর বিশ্ববিদ্যালয়৷
দীর্ঘ বিতর্কের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগ হলো রাজ্যের একাধিক বিশ্ব বিদ্যালয়ে। দেশের শীর্ষ আদালত রাজ্যের পাঠানো নামকেই সিলমোহর দেয়। সেই তালিকা অনুযায়ী, রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু 6 অক্টোবর সুপ্রিম কোর্টের তরফে নিয়োগের নির্দেশ এলেও এখনো উচ্চশিক্ষা দফতর থেকে নিয়োগপত্র দেওয়া হয়নি। তবে, খুব শীঘ্রই উচ্চশিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।
