Delhi Blast LIVE: বিস্ফোরণে মৃত বেড়ে ৮, রাতেই ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Delhi Blast LIVE: বিস্ফোরণে মৃত বেড়ে ৮, রাতেই ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ



বিবিপি নিউজ: জনবহুল জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্কিং লটের বাইরে রয়েছে বাড়ি ও দোকান। ব্যস্ত সময়ে পার্কিং লটে ভিড় থাকাটা স্বাভাবিক। সেই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ।  আহত হয়েছেন অনেকে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির লোকনায়ক হাসপাতালে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায়  হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরপর পৌঁছে যান দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে। এনএসজি-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানানো হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।


   প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁদের। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে দিশেহারা অবস্থায় ছুটে পালাল। 


 

বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। বিস্ফোরণস্থল সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ।

Pages