নিজস্ব প্রতিনিধি,কলকাতা: চলতি বছরের জুলাই মাস থেকে প্রতি রবিবার মেট্রো চলাচল শুরু হবে আরও আগে। বর্তমানে রবিবার দুই প্রান্ত থেকে ট্রেন চলাচল শুরু হয় সকাল ৯টা ৫০ মিনিটে। তার পরিবর্তে আগামী মাস থেকে রবিবারের পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। শুধু তাই নয়, শনি-রবিবার ট্রেনের সংখ্যাও বেশি হচ্ছে।
শুধু দমদম থেকে নয় নোয়াপাড়া স্টেশন থেকেও বাড়ছে ট্রেনের সংখ্যা।মেট্রো রেল সূত্রের খবর, কিছুদিন আগেই পরিষেবা সংক্রান্ত ব্যাপারে যাত্রীদের মধ্যে সমীক্ষা করেছিল মেট্রো রেল। তাতে দেখা গিয়েছিল, যাত্রীদের রবিবারগুলিতে আরও আগে পরিষেবা শুরুর দাবি উঠেছিল। নোয়াপাড়া থেকে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও তুলেছিলেন যাত্রীরা।
মেট্রোর এক কর্তা বলেন, যাত্রীদের দাবি পূরণ করতে যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে। এতে অনেকের সুবিধা হবে। তবে, গত বেশ কিছু মাস ধরে কাজের দিনের মোট ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। যাত্রীদের দাবি ছিল, কাজের দিনে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। বিষয়টি নিয়ে মেট্রোর ওই কর্তা বলেন, মেট্রোয় চালানোর জন্য একাধিক নতুন রেক চেন্নাইয়ের ফ্যাক্টরি থেকে আনা হয়েছে। তিনটি রেক চালানোও হচ্ছে। এই রেকগুলি ‘সিজনড’ হয়ে গেলেই কাজের দিনের ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।
প্রসঙ্গত, বর্তমানে কাজের দিনে আপ-ডাউন মিলিয়ে ২৮৪টি ট্রেন চালানো হয়। মেট্রোর এক কর্তা বলেন, কাজের দিনে নোয়াপাড়া থেকে ডাউন লাইনে এবং নোয়াপাড়ামুখী আপ লাইন মিলিয়ে মোট তিনটি ট্রেন বাড়ানো হয়েছে।
বর্তমানে দমদম স্টেশন থেকে নোয়াপাড়ার উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়ে রাত ৯টা ৩৯ মিনিটে। সেই জায়গায় জুলাই থেকে দমদম থেকে নোয়াপাড়ামুখী শেষ ট্রেনটি রাত ১০টা ১৪ মিনিটে ছাড়বে।
মেট্রো সূত্রের খবর, শনিবারগুলিতে এতদিন ২২৪টি ট্রেন চালানো হতো। সেই জায়গায় জুলাই থেকে ২৩৬টি ট্রেন চালানো হবে। জুলাই থেকে শনিবারগুলিতেও নোয়াপাড়া স্টেশনে আরও বেশি ট্রেন ঢুকবে এবং ছাড়বে। শনিবার দমদম স্টেশন থেকে নোয়াপাড়ামুখী শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১৮ মিনিটে। রবিবারগুলিতে এতদিন ১১০টি ট্রেন চালানো হতো। সেই জায়গায় জুলাই থেকে ১২৪টি ট্রেন চালানো হবে। রবিবারও নোয়াপাড়া থেকে ছাড়া এবং নোয়াপাড়ামুখী ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।
