বিবিপি নিউজ: ফের রেলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, শুক্রবার গভীর রাতে রাতে পূর্ব বর্ধমানের নোয়াদার ঢাল ও গুসকরা স্টেশনের মাঝে চেন টেনে থামিয়ে ১৩১৫৩ আপ শিয়ালদহ-মালদহ গৌড় এক্সপ্রেসের এসি কামরায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল।
যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল, ব্যাগ, সোনার গয়না কেড়ে নিয়েছে ডাকাতদল। যার জেরে শনিবার ভোরে রামপুরহাট স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান ওই কামরার যাত্রীরা।
রেল সূত্রে খবর, ওইদিন রাতে নির্দিষ্ট সময়ে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে মালদহগামী গৌড় এক্সপ্রেস। রাত দু’টো নাগাদ নোয়াদার ঢাল ও গুসকরা স্টেশনের মাঝে চেন টানায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন ট্রেনের অধিকাংশ যাত্রী ঘুমে মগ্ন ছিলেন।
দুষ্কৃতীরা এ-২ কামরায় উঠে গেটের কাছাকাছি থাকা কয়েকজন যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জনা ছয়েক দুষ্কৃতীর হাতে পাথর ছিল বলে জিআরপি জানিয়েছে। কয়েকজন যাত্রীর কাছে থাকা টাকা, সোনার গয়না, মোবাইল, ডেবিট ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে পালানোর সময় দেবলীনা সিনহা নামে এক যাত্রী এক দুষ্কৃতীকে জাপটে ধরে ফেলেন। সেই সময় অপর দুষ্কৃতীরা পাথর দিয়ে ওই মহিলার হাতে মারায় যন্ত্রণায় ছেড়ে দেন ওই যাত্রী। দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিতে ওই কামরায় থাকা বিএসএফ জওয়ান পরমজিৎ সিংয়ের স্ত্রীর হাত সামান্য কেটে যায়।
প্রায় ২০ মিনিট ধরে এসি কামরায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ওই কামরায় উত্তরবঙ্গের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও ছিলেন। ২টো ২১ মিনিট নাগাদ ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। ভোর ৪টে ১৩ মিনিটে ট্রেনটি রামপুরহাট স্টেশনে পৌঁছলে যাত্রীরা বিক্ষোভ দেখান।
তিনজন যাত্রী জিআরপির কাছে লিখিত অভিযোগ জানান। পরে জিআরপির পক্ষ থেকে জখমদের চিকিৎসা করিয়ে ট্রেনে তোলা হয়।
যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল, ব্যাগ, সোনার গয়না কেড়ে নিয়েছে ডাকাতদল। যার জেরে শনিবার ভোরে রামপুরহাট স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান ওই কামরার যাত্রীরা।
রেল সূত্রে খবর, ওইদিন রাতে নির্দিষ্ট সময়ে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে মালদহগামী গৌড় এক্সপ্রেস। রাত দু’টো নাগাদ নোয়াদার ঢাল ও গুসকরা স্টেশনের মাঝে চেন টানায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন ট্রেনের অধিকাংশ যাত্রী ঘুমে মগ্ন ছিলেন।
দুষ্কৃতীরা এ-২ কামরায় উঠে গেটের কাছাকাছি থাকা কয়েকজন যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জনা ছয়েক দুষ্কৃতীর হাতে পাথর ছিল বলে জিআরপি জানিয়েছে। কয়েকজন যাত্রীর কাছে থাকা টাকা, সোনার গয়না, মোবাইল, ডেবিট ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়ে পালানোর সময় দেবলীনা সিনহা নামে এক যাত্রী এক দুষ্কৃতীকে জাপটে ধরে ফেলেন। সেই সময় অপর দুষ্কৃতীরা পাথর দিয়ে ওই মহিলার হাতে মারায় যন্ত্রণায় ছেড়ে দেন ওই যাত্রী। দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিতে ওই কামরায় থাকা বিএসএফ জওয়ান পরমজিৎ সিংয়ের স্ত্রীর হাত সামান্য কেটে যায়।
প্রায় ২০ মিনিট ধরে এসি কামরায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ওই কামরায় উত্তরবঙ্গের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও ছিলেন। ২টো ২১ মিনিট নাগাদ ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। ভোর ৪টে ১৩ মিনিটে ট্রেনটি রামপুরহাট স্টেশনে পৌঁছলে যাত্রীরা বিক্ষোভ দেখান।
তিনজন যাত্রী জিআরপির কাছে লিখিত অভিযোগ জানান। পরে জিআরপির পক্ষ থেকে জখমদের চিকিৎসা করিয়ে ট্রেনে তোলা হয়।
