ফের পুলিসের চোখ এড়িয়ে হেফাজত থেকে পালাল আসামি! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

ফের পুলিসের চোখ এড়িয়ে হেফাজত থেকে পালাল আসামি!

বিবিপি নিউজ, কলকাতা: এক মাসের মধ্যে তিনবার পুলিশ হেফাজত থেকে ফেরার আসামী। দমদমের পর ফের বিধাননগর কমিশনারেটের পুলিস হেফাজত থেকে পালালো আসামী। জানা গিয়েছে, বিধাননগরের মহিলা থানা থেকে এক আসামী পালিয়েছে।

গতকাল রাতে নিউটাউন থানা এলাকার থাঁকদাড়িতে ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, ওই আসামীর নাম সত্যজিৎ প্রামানিক। ৪৯৮ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, এয়ারপোর্ট থানা থেকে পালানো দু’জন আসামীকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।বারবার পুলিশ হত থেকে পালানোর ঘটনায় কি পুলিশের গাফিলতি নাকি অন্য কোনও কারণ?

Pages