বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: মলানদীঘির হরিকি গ্রামে ইলেক্ট্রিক খুঁটিতে ধাক্কা মারে একটি ট্রাক। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হরিকি গ্রাম। জানা গেছে অজয় ঘাট বন্ধ থাকায় এখন এগারো মাইল থেকে মলানদীঘির রাস্তা দিয়ে বেশিরভাগ গাড়ি যাতায়াত করে। পুলিশের হাত থেকে বাঁচতে এখন ওভারলোড ট্রাক ও এই রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে যাওয়া আসা করে। যার ফলে এই দূর্ঘটনা।
আজ মঙ্গলবার বিকালে একটি ট্রাক হরিকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেক্ট্রিক খুঁটিতে ও পরে স্মার্ট হোমের দেওয়ালে ধাক্কা মারে। যার জেরে ভেঙে যায় স্মার্ট হোমের দেওয়াল। এলাকার মানুষ চালক ও খালসিকে ঘেরোয়া করে । এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়,এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ পরেষ মলানদীঘি ফাঁড়ির পুলিশ এসে খালসিকে আটক করে ও রাস্তা যানজট মুক্ত করে।
এলাকার মানুষের জানান এইভাবে এতো গতিতে ট্রাক যাতায়াত করলে আরো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকে প্রশাসন ব্যাবস্থা গ্রহণ করুক।তবে অনেকেই মনে করছে ওই সময় যদি ঘটনাস্থলে কেউ থাকত তার মৃত্যু অনিবার্য বলে জানা তারা। তবে এই ঘটনায় পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বিকালে একটি ট্রাক হরিকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেক্ট্রিক খুঁটিতে ও পরে স্মার্ট হোমের দেওয়ালে ধাক্কা মারে। যার জেরে ভেঙে যায় স্মার্ট হোমের দেওয়াল। এলাকার মানুষ চালক ও খালসিকে ঘেরোয়া করে । এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়,এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ পরেষ মলানদীঘি ফাঁড়ির পুলিশ এসে খালসিকে আটক করে ও রাস্তা যানজট মুক্ত করে।
এলাকার মানুষের জানান এইভাবে এতো গতিতে ট্রাক যাতায়াত করলে আরো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকে প্রশাসন ব্যাবস্থা গ্রহণ করুক।তবে অনেকেই মনে করছে ওই সময় যদি ঘটনাস্থলে কেউ থাকত তার মৃত্যু অনিবার্য বলে জানা তারা। তবে এই ঘটনায় পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


