বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের পথ দূর্ঘটনায় বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের পূর্ব যোগেশ্বর উড়ালপুলের কাছে।
জানা গিয়েছে এদিন সকালে একটি মালবাহী ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রান হারান এক ব্যক্তি। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। আহতদের স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করে। এবং ঘটনাস্থলেই বছর তিরিশের ওই যুবকের মৃত্যু হয়। তবে মৃতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbp news অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.
জানা গিয়েছে এদিন সকালে একটি মালবাহী ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রান হারান এক ব্যক্তি। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। আহতদের স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করে। এবং ঘটনাস্থলেই বছর তিরিশের ওই যুবকের মৃত্যু হয়। তবে মৃতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbp news অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.