ফের আন্দোলনে নামলো অটো চালকরা,পথ অবরোধ করে বিক্ষোভ! - BBP NEWS

Breaking

শনিবার, ৬ জুলাই, ২০১৯

ফের আন্দোলনে নামলো অটো চালকরা,পথ অবরোধ করে বিক্ষোভ!

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: অটোর প্রধান উৎস সিএনজি। সিএন গ্যাস না পাওয়ায় বেশ কয়েকদিন আগে থেকে অটো চালকরা ক্ষোভে।এবার অটো চালকরা পৌরসভার গেটে পৌরসভার কর্মীদের ঢুকতে বাধা দেয়।এমনকি বাধার মুখে পৌরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়।অটো চালকরা স্লোগানে বলেন পাবো সিএনজি চলবে ডি এম সি পাবো না সিএনজি চলবে না ডিএম সি।শনিবার অটো চালকদের প্রশ্ন ছিল আসানসোলে যদি সিএনজি পরিষেবা স্বাভাবিক থাকে তাহলে দুর্গাপুরে থাকবে না কেন?

  অটো চালকদের এই বিক্ষোভের পাশে আসেন তৃনমুল নেতা প্রভাত চ্যাটার্জী।তিনি জানান পাঁচজনের কমিটি তৈরি হয়েছে সিএনজি গ্যাস সমাধানের জন্য,এছাড়াও সরকারের প্রতিনিধিরা গ্যাস কোম্পানিকে জানিয়েছেন সিএনজি পরিষেবা বন্ধ রাখা যাবে না আপনারা আন্দোলন করুন আমি আপনাদের পাশে আছি। অটো চালকরা জানান সিএনজি পরিষেবা যতদিন না স্বাভাবিক হচ্ছে  ততদিন দুর্গাপুরের বিভিন্ন বাসস্ট্যান্ড অবরোধ করে চলবে তীব্র ধর্মঘট।

Pages