বিবিপি নিউজ,শ্রেয়া ব্যানার্জি,শিয়ালদা: শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজে শুক্রবার সকাল 9 টায় অনুষ্ঠিত হল কারগিল ডে। কলেজের এন.সি.সি দলের মধ্যস্থতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল টি কে মুখার্জি। বেঙ্গল ব্যাটেলিয়ান এন সি সি ইউনিট ফোর্ট উইলিয়াম ও তাঁর স্ত্রী সঞ্চিতা মুখার্জি।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন অ্যাসোসিয়েট এনসিসি অফিসার লেফটেন্যান্ট ডক্টর বিভা সমাদ্দার যিনি কলেজের ই এনসিসি দলের দায়িত্বে আছেন।কলেজ অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল কর মহাশয় ও উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চিনময় শেখর সরকার।
এই বক্তব্য মাননীয় সিও মহাশয় বক্তব্য রাখেন।কারগিলের ইতিহাস এবং প্রতিবছর কারগিল ডে পালনএর প্রয়োজনীয়তা ছাড়াও কেন যুবক যুবতীদের এনসিসি শেখা প্রয়োজন তা নিয়েও তিনি ব্যাক্ষা করেন। এরপর একে একে মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার মহাশয়া বক্তব্য পেশ করেন।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের এন সি সি ট্রেনিং প্রাপ্ত ছাত্র ছাত্রীরাই নয় বহু অন্যান্য ছাত্র-ছাত্রীরাও নৃত্য সংগীত ও আবৃত্তি প্রভৃতি পরিবেশনের মাধ্যমে ভারতের যুদ্ধ জয় থেকে শুরু করে ভারতের বীর সৈনিকদের বলিদান এর কথা স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনার জন্য অনুষ্ঠান পরিচালকদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় অতিথিগণ।এর সাথে সাথে পুরস্কার তুলে দেওয়া হয় পোস্টার তৈরি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী দের হাতে।এভাবেই শেষ হয় কুড়ি ত্তম কারগিল বিজয় দিবসের অনুষ্ঠান।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন অ্যাসোসিয়েট এনসিসি অফিসার লেফটেন্যান্ট ডক্টর বিভা সমাদ্দার যিনি কলেজের ই এনসিসি দলের দায়িত্বে আছেন।কলেজ অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল কর মহাশয় ও উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চিনময় শেখর সরকার।
এই বক্তব্য মাননীয় সিও মহাশয় বক্তব্য রাখেন।কারগিলের ইতিহাস এবং প্রতিবছর কারগিল ডে পালনএর প্রয়োজনীয়তা ছাড়াও কেন যুবক যুবতীদের এনসিসি শেখা প্রয়োজন তা নিয়েও তিনি ব্যাক্ষা করেন। এরপর একে একে মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার মহাশয়া বক্তব্য পেশ করেন।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের এন সি সি ট্রেনিং প্রাপ্ত ছাত্র ছাত্রীরাই নয় বহু অন্যান্য ছাত্র-ছাত্রীরাও নৃত্য সংগীত ও আবৃত্তি প্রভৃতি পরিবেশনের মাধ্যমে ভারতের যুদ্ধ জয় থেকে শুরু করে ভারতের বীর সৈনিকদের বলিদান এর কথা স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনার জন্য অনুষ্ঠান পরিচালকদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় অতিথিগণ।এর সাথে সাথে পুরস্কার তুলে দেওয়া হয় পোস্টার তৈরি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী দের হাতে।এভাবেই শেষ হয় কুড়ি ত্তম কারগিল বিজয় দিবসের অনুষ্ঠান।