খরচ বাঁচাতে আর পেট্রোল নয়, নতুন TVSApache RTR 200 Fi E100 চলবে বায়ো জ্বালানিতে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

খরচ বাঁচাতে আর পেট্রোল নয়, নতুন TVSApache RTR 200 Fi E100 চলবে বায়ো জ্বালানিতে!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: সম্প্রতি ভারতে লঞ্চ হল বিশেষ আকর্ষণের সাথে নতুন TVS Apache RTR 200 Fi E100। আর পেট্রোল নয় এই মোটরসাইকেল চলবে ইথানলে। 1.2 লক্ষ টাকা এক্স শো-রুম দামে ভারতে এই মোটরসাইকেল লঞ্চ হয়েছে। আপাতত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ আর কর্ণাটকে এই মোটরসাইকেল লঞ্চ করবে TVS।


2018 সালের অটো এক্সপো তে প্রথম সামনে এসেছিল নতুন এই মোটরসাইকেল। পেট্রল ভেরিয়েন্টের মতোই ইথালনে চলা নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলেও থাকছে 200 cc ইঞ্জিন।

এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার অনেক বেশি পরিবেশ বান্ধব। ইথানল ব্যবহারে বাতাসে 35 শতাংশ কম কার্বোণ মোনো অক্সাইড তৈরী হবে। এছাড়াও এই জ্বালানিতে সালফার ডাই অক্সাইড নির্গমন কমবে।

নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে 20.7 bhp শক্তি আর 18.1 Nm টর্ক। সর্বোচ্চ 129 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে এই মোটরসাইকেল। ইথানলে চলা এই মোটরসাইকেলে পেট্রল ভেরিয়েন্টের থেকে 50 শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে। এছাড়াও বেশি শক্তির জন্য এই মোটরসাইকেলে থাকছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম।

বাংলা ভাষায় অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news ও শেয়ারচ্যাটে bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live. 

Pages