বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পরো ধরা।কিন্তু সেটা হলো না চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো ২০জন পকেট মার ও ছিটকে চোর।মেলা মানে ভালো জামাকাপড় সাথে বেশ কিছু টাকা তো থাকতেই হবে না হলে মেলা অচল।টাকা পয়সা সাবধানে না রাখলেই চলে যাবে পকেটমারের ঝুলিতে।দুর্গাপুরের অন্যতম প্রাচীন চিত্তালয়ের রথের মেলা।রথের দিন থেকেই উপচে পড়া ভীড়।তার সাথে চুরি করতে ব্যাস্ত পকেটমারটা।মোবাইল, মানিব্যাগ, মূল্যবান জিনিস ঝুলিতে ভরতে ব্যাস্ত ছিটকে চোররা।
দুর্গাপুরের চিত্তালয়ের মেলায় করা নজরদারি প্রশাসনের।একাধিক জায়গায় ড্রোনের নজরদারি।আসানসোল দুর্গাপুর পুলিশ আগে থেকেই এই পকেটমারদের কথা জানত।সেই সূত্র ধরে একাধিক পকেটমার এবং ছিচকে চোরকে পাকড়াও করে ধরে ফেলে।
দুর্গাপুরের চিত্তালয়ের মেলায় করা নজরদারি প্রশাসনের।একাধিক জায়গায় ড্রোনের নজরদারি।আসানসোল দুর্গাপুর পুলিশ আগে থেকেই এই পকেটমারদের কথা জানত।সেই সূত্র ধরে একাধিক পকেটমার এবং ছিচকে চোরকে পাকড়াও করে ধরে ফেলে।