পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে,বলছে গোয়েন্দাদের রিপোর্টে! - BBP NEWS

Breaking

শনিবার, ৬ জুলাই, ২০১৯

পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে,বলছে গোয়েন্দাদের রিপোর্টে!

বিবিপি নিউজ: পশ্চিমবঙ্গে ৪০,০০০-এরও বেশী রোহিঙ্গা স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনই সতর্কবার্তা দিলেন গোয়েন্দারা।

 দুই ২৪ পরগণায় রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও এক গোপন রিপোর্টে বলা হয়েছে। Zee মিডিয়ার হাতে এসেছে সেই রিপোর্ট। আর সেখান থেকেই জানা গিয়েছে, অন্তত ৪০টি সংগঠন মিলে এই কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠানো হয়েছে সেই রিপোর্ট।


গত বছর কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থী মায়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশ ও ভারতে অনুপ্রবেশ করেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা প্রায় ৪০ হাজার। দেশের বিভিন্ন জায়গায় এখন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি বেশকিছু সংগঠনের তরফে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে পাকাপাকিভাবে থাকতে। ইতিমধ্যে অন্তত ৫০টি গোপন বৈঠক সেরেছে ওইসব সংগঠনগুলি। ওইসব সংগঠনগুলির উপর বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।


সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ২৯ জন রোহিঙ্গা বসবাস শুরু করেছে। তাদের জন্য ওই এলাকায় পাকা ঘর তৈরির কাজও শুরু হয়েছে। যে সংগঠনগুলি এর পিছনে কাজ করছে, তারা দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকার বাসিন্দাদের জমি দান করতে বলেছে। সেইসব জমিতেই রোহিঙ্গাদের রাখার ব্যবস্থা করা হবে।

গত বছরের সেপ্টেম্বরে এফিডেভিট দিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, রোহিঙ্গা মুসলিমদের একাংশের সঙ্গে ISI এবং ISIS সব বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে, তাই তারা এদেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। ওই সংগঠনগুলি রোহিঙ্গাদের মাধ্যমে এদেশের স্পর্শকাতর এলাকাগুলিতে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চক্রান্ত করছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই রিপোর্টে রাজ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে।

আপনার ফোনে আরো দ্রুত খবর পেতে ক্লিক করুন WHATSAPP

আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages