বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: হাতে গোনা মাত্র পাঁচ দিন আগে শতাব্দীর সেরা চন্দ্রগ্রহণ হয়ে গেল। এরকম চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে ১৪৯ বছর পর। তাই আজ যাঁরা জীবিত আছেন তাঁদের সকলেরই প্রায় সেই গ্রহণ দেখা যা কখনই কোনভাবেই সম্ভব নয়। সেই চন্দ্রগ্রহণের প্রভাব এবার একুশে জুলাই এর মঞ্চে ও পড়েছে।যা মনে থাকবে সকলেরই। কিন্তু কেন একুশে জুলাই এর মঞ্চে চাঁদের হাটে গ্রহণ লাগল?
১৯৯৩ সালে এই দিনে সচিত্র অধিকারের জন্য যুব কংগ্রেসের ডাকে লক্ষ লক্ষ মানুষের আগমনে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল।সেদিন পুলিশের গুলিতে সেই জনসমাগম শুধুমাত্র ছত্রভঙ্গ হয়ে যায়নি ১৩টি তরতাজা প্রাণ ও কেড়ে নিয়েছিল। সেই শহীদদের স্মরণ করে একুশে জুলাই প্রতিবছর ধর্মতলায় সেদিনের বিরোধী নেত্রী তথা আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ২৬বছর শহীদ দিবস পালন করে আসছেন। প্রথম দিকে যে মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় ছিল চোখে পড়ার মতো।কিন্তু দিন যত গড়িয়েছে,এসেছে পালাবদলের দিন আর তার সাথে সাথেই ভারে বহরে সেই শহীদ দিবস আরও চমক পূর্ণ হয়ে উঠেছে। এরই সাথে পাল্লা দিয়ে শিল্প-সাহিত্য ক্রীড়া সিনেমা জগতের অসংখ্য নবীণ ও প্রবীণ কলাকুশলীদের ভিড় বেড়েছে। বিশেষ করে বিগত পাঁচ বছর একুশে জুলাই এর মঞ্চ হয়ে উঠেছে চাঁদের হাট।
কিন্তু ২০১৯এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলা থেকে ১৮ টি লোকসভা কেন্দ্রকে ছিনিয়ে নিয়েছে।ফলস্বরুপ রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলবদল এর পালা শুরু হয়েছে।পাশাপাশি টলিউডের ছোট থেকে বড় সর্বস্তরের অভিনেতা-অভিনেত্রীদের বিজেপিতে যোগদান পর্ব আজ দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারি মাঝে যে ২১এ জুলাই এ তারকা সমাবেশে উজ্জ্বল হয়ে জ্বলে উঠার কথা, সেই শহীদ মঞ্চ এবারে অনেকটাই হয়ে উঠল ম্রিয়মাণ। রাজনৈতিক মহল অবশ্য এর ব্যাখ্যা অন্যরকম ভাবে দিচ্ছেন, তাঁরা বলছেন চলতি সপ্তাহের টলিপাড়ার দুই স্বনামধন্য নায়ক নায়িকা কে রোজভ্যালি কাণ্ডে জড়িত থাকার জন্য জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই আতঙ্কেই কি টলিপাড়া এখন কাঁপছে? তারই প্রভাব কি এবারের একুশে জুলাই মঞ্চে পড়েছে?তাহলে কি মাত্র ২৬ বছরেই চাঁদের হাটে গ্রহন লাগল? এর উত্তর সময়ই দেবে।
১৯৯৩ সালে এই দিনে সচিত্র অধিকারের জন্য যুব কংগ্রেসের ডাকে লক্ষ লক্ষ মানুষের আগমনে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল।সেদিন পুলিশের গুলিতে সেই জনসমাগম শুধুমাত্র ছত্রভঙ্গ হয়ে যায়নি ১৩টি তরতাজা প্রাণ ও কেড়ে নিয়েছিল। সেই শহীদদের স্মরণ করে একুশে জুলাই প্রতিবছর ধর্মতলায় সেদিনের বিরোধী নেত্রী তথা আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ২৬বছর শহীদ দিবস পালন করে আসছেন। প্রথম দিকে যে মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় ছিল চোখে পড়ার মতো।কিন্তু দিন যত গড়িয়েছে,এসেছে পালাবদলের দিন আর তার সাথে সাথেই ভারে বহরে সেই শহীদ দিবস আরও চমক পূর্ণ হয়ে উঠেছে। এরই সাথে পাল্লা দিয়ে শিল্প-সাহিত্য ক্রীড়া সিনেমা জগতের অসংখ্য নবীণ ও প্রবীণ কলাকুশলীদের ভিড় বেড়েছে। বিশেষ করে বিগত পাঁচ বছর একুশে জুলাই এর মঞ্চ হয়ে উঠেছে চাঁদের হাট।
কিন্তু ২০১৯এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলা থেকে ১৮ টি লোকসভা কেন্দ্রকে ছিনিয়ে নিয়েছে।ফলস্বরুপ রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলবদল এর পালা শুরু হয়েছে।পাশাপাশি টলিউডের ছোট থেকে বড় সর্বস্তরের অভিনেতা-অভিনেত্রীদের বিজেপিতে যোগদান পর্ব আজ দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারি মাঝে যে ২১এ জুলাই এ তারকা সমাবেশে উজ্জ্বল হয়ে জ্বলে উঠার কথা, সেই শহীদ মঞ্চ এবারে অনেকটাই হয়ে উঠল ম্রিয়মাণ। রাজনৈতিক মহল অবশ্য এর ব্যাখ্যা অন্যরকম ভাবে দিচ্ছেন, তাঁরা বলছেন চলতি সপ্তাহের টলিপাড়ার দুই স্বনামধন্য নায়ক নায়িকা কে রোজভ্যালি কাণ্ডে জড়িত থাকার জন্য জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই আতঙ্কেই কি টলিপাড়া এখন কাঁপছে? তারই প্রভাব কি এবারের একুশে জুলাই মঞ্চে পড়েছে?তাহলে কি মাত্র ২৬ বছরেই চাঁদের হাটে গ্রহন লাগল? এর উত্তর সময়ই দেবে।

