বিবিপি নিউজ: পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রচুর নিয়োগ হচ্ছে। সুবর্ন সুযোগ পুলিশে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানা গেছে সাব ইন্সপেক্টর পদে ৬৬৮ জনকে নিয়োগ করা হবে।১০ ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে তা চলবে ৯ই সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত।
কি ভাবে আবেদন করবেন
ওয়েস্ট বেঙ্গল পুলিশের সশস্ত্র ও সাধারণ ব্রাঞ্চ গুলিতে যোগ্য ও নির্বাচিত প্রার্থিদের ।এর জন্য আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice .gov.in । অফলাইনে ও আবেদন করতে পারবেন প্রার্থীরা। ওয়েব সাইটেই প্রার্থী র কি কি যোগ্যতা প্রয়োজন তার বিস্তারিত বর্ননা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থী দের কিছু পরিক্ষায় ও উত্তির্ন হতে হবে সেগুলি হল,-
১ physical measurement test ( PMT)
২ physical Efficiency test (PET)
৩ final combined competitive examination
৪ personality test
প্রতিটি পরিক্ষাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুয়ামেন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বয়স ২৩-২৭ বছরের মধ্যে হবে। তবে তফশিল জাতি উপজাতিদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর ও অন্যান্য অনুগ্রসর শ্রেনীর জন্য ৩ বছর ছাড় আছে। যেকোনো বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রার্থীকে স্নাতক হতে হবে। বাংলা ভাষায় পারদর্শী হতে হবে । কিন্তু পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এইসব এলাকার প্রার্থি দের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়।
কি ভাবে আবেদন করবেন
ওয়েস্ট বেঙ্গল পুলিশের সশস্ত্র ও সাধারণ ব্রাঞ্চ গুলিতে যোগ্য ও নির্বাচিত প্রার্থিদের ।এর জন্য আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice .gov.in । অফলাইনে ও আবেদন করতে পারবেন প্রার্থীরা। ওয়েব সাইটেই প্রার্থী র কি কি যোগ্যতা প্রয়োজন তার বিস্তারিত বর্ননা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থী দের কিছু পরিক্ষায় ও উত্তির্ন হতে হবে সেগুলি হল,-
১ physical measurement test ( PMT)
২ physical Efficiency test (PET)
৩ final combined competitive examination
৪ personality test
প্রতিটি পরিক্ষাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুয়ামেন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বয়স ২৩-২৭ বছরের মধ্যে হবে। তবে তফশিল জাতি উপজাতিদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর ও অন্যান্য অনুগ্রসর শ্রেনীর জন্য ৩ বছর ছাড় আছে। যেকোনো বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রার্থীকে স্নাতক হতে হবে। বাংলা ভাষায় পারদর্শী হতে হবে । কিন্তু পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এইসব এলাকার প্রার্থি দের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়।
