Breaking News! ফের দশজন বিধায়কের বিজেপিতে যোগ দিলেন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

Breaking News! ফের দশজন বিধায়কের বিজেপিতে যোগ দিলেন

বিবিপি নিউজ,দিল্লি: ফের বিজেপিতে যোগ দিলেন দশজন হেভিওয়েট বিধায়ক। এদিন বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি জে পি নদ্দা এবং সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের দশ বিধায়ক।
এরফলে তোলপাড় শুরু সিকিমের রাজনীতিতে।

Pages