করোনায় দায়ী কে? চীন-আমেরিকার বাগযুদ্ধ শুরু - BBP NEWS

Breaking

রবিবার, ২২ মার্চ, ২০২০

করোনায় দায়ী কে? চীন-আমেরিকার বাগযুদ্ধ শুরু

বিবিপি নিউজ: বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল করোনার সংক্রমণে। ভারতে এখনও পর্যন্ত তিন শতাধিক মানুষের দেহে মিলেছে করোনা। মৃত্যু হয়েছে ৭ জনের। মরন ভাইরাসের জেরে কোনঠাসা চিন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আমেরিকা-চীন বাগযুদ্ধ অব্যাহত। বিশ্বকে করোনা-সঙ্কটের মুখে ঠেলে দেওয়ার জন্য ফের চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘চীন করোনা ভাইরাস সম্পর্কিত প্রাথমিক তথ্য লুকোনোর কারণেই বিশ্বকে আজ এর মাসুল দিতে হচ্ছে!’ তাঁর দাবি, ‘সময়মতো সব তথ্য জানা গেলে করোনা সংক্রমণকে চীনের উৎসস্থল (উহান)-এর মধ্যেই আটকে রাখা যেত। তাঁর আরও দাবি, প্রাথমিক স্তরে ‘হুইসলব্লোয়ার’দের কণ্ঠরোধের চেষ্টা করেছে চীন সরকার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং হি।

Pages