বিবিপি নিউজ: একদিকে করোনার মতো মারন ভাইরাসের বাড়বাড়ন্ত আর অন্য দিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা মোকাবিলায় ।প্রধান পণ্য, মূলত মাক্স এবং স্যানিটাইজারের দাম।শুধু তাই নয়, দোকানে দোকানে ঘুরেও মিলছেনা এই দুই জরুরি পণ্য। সব দোকানেই প্রায় সাইন বোর্ড ঝুলছে।এর ফলে সাধারণ মানুষকে দিশেহারার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।মানুষের জরুরি প্রয়োজনে দু একবার বাইরে বেরতেই হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের এই দুই প্রধান হাতিয়ার ই যদি হাতের নাগালের মধ্যে না পায় তাহলে এই করোনা মহামারী কে সামাল দেবে কি করে।সেই নিয়ে সমাজের সর্ব স্তরেই প্রশ্ন উঠেছে।
তাই এই প্রধান দুই পণ্য নিয়ে যাতে কোনো রকম কালোবাজারি না হয় তার দিকে যথেষ্ট নজর রাখতে সচেষ্ট হয়েছে কেন্দ্র ও রাজ্য। এনিয়ে কেন্দ্র দাম বেঁধে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই। ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান টুইট করে জানান,২০০ মিলিলিটার স্যানিটাইজারের বোতল ১০০ টাকার বেশি দামে কোনও ভাবেই বিক্রি করা যাবে না।২০০মিলিলিটারের বেশি হলে তার দাম ও সেই অনুপাতে ই বাড়াতে হবে।অন্যদিকে প্রতিটি ত্রিস্তরীয় মাক্সের সর্বোচ্চ মূল্য ১০টাকা রাখা হয়েছে।দ্বিস্তরীয় হলে তার দাম হবে ৮টাকা।ঐই নির্ধারিত মূল্য তালিকা ৩০জুন পর্যন্ত কার্যকর থাকবে।
তাই এই প্রধান দুই পণ্য নিয়ে যাতে কোনো রকম কালোবাজারি না হয় তার দিকে যথেষ্ট নজর রাখতে সচেষ্ট হয়েছে কেন্দ্র ও রাজ্য। এনিয়ে কেন্দ্র দাম বেঁধে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই। ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান টুইট করে জানান,২০০ মিলিলিটার স্যানিটাইজারের বোতল ১০০ টাকার বেশি দামে কোনও ভাবেই বিক্রি করা যাবে না।২০০মিলিলিটারের বেশি হলে তার দাম ও সেই অনুপাতে ই বাড়াতে হবে।অন্যদিকে প্রতিটি ত্রিস্তরীয় মাক্সের সর্বোচ্চ মূল্য ১০টাকা রাখা হয়েছে।দ্বিস্তরীয় হলে তার দাম হবে ৮টাকা।ঐই নির্ধারিত মূল্য তালিকা ৩০জুন পর্যন্ত কার্যকর থাকবে।
